HighlightNewsদেশ

বিজেপির হয়ে কাজ করার অভিযোগে টিভি চ্যানেলের কিছু অ্যাঙ্করকে বয়কট করতে চলেছে বিরোধীরা!

টিডিএন বাংলা ডেস্ক: দেশের বেশ কিছু টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্করকে বয়কট করার ভাবনাচিন্তা করছেন বিরোধী নেতারা। তাঁরা মনে করছেন, এই অ্যাঙ্করদের অনুষ্ঠানে বিরোধী নেতাদের ডেকে বলার সুযোগ দেওয়া হয় না। উল্টে হেনস্থা করা হয়। অসম্মান করা হয়। এই অ্যাঙ্করেরা সরাসরি কেন্দ্রের শাসক দলের হয়ে কাজ করছেন বলে মনে করছেন বিরোধী নেতারা।

‘ইন্ডিয়া’ জোটেরমুম্বইয়ের বৈঠকে বেশ কয়েকটি সাব কমিটিগুলি গঠন করা হয়। তার মধ্যে প্রথম বৈঠকে বসতে চলেছে ক্যাম্পেন কমিটি। সেই কমিটি সূত্রের খবর, সদস্যরা শুক্রবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন। বৈঠকের আগে গত দু’দিন ধরে কমিটির সদস্যরা ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। বেশিরভাগ নেতাই টিভি চ্যানেলের কিছু অ্যাঙ্কর সম্পর্কে আপত্তি তুলেছেন।

কমিটিতে আছেন কংগ্রেসের জয়রাম রমেশ, আপের রাঘব চাড্ডা, আরজেডির মনোজ ঝা প্রমুখ। কমিটির এক সদস্য বলেছেন, তাঁরা কোনও চ্যানেলকে পুরোপুরি বয়কটের পক্ষপাতী নন। কিন্তু হিন্দি ও ইংরিজি নিউজ চ্যানেলের কিছু অ্যাঙ্করকে বয়কট করা হবে। কারণ, তাঁরা ইচ্ছাকৃতভাবে বিরোধী শিবিরকে খাটো করে থাকেন। অনুষ্ঠানে প্রশ্নবাণে জর্জরিত করেন। কিন্তু জবাব দেওয়ার সুযোগ দেন না। কিছু আঞ্চলিক ভাষার চ্যানেল সম্পর্কেও একই অভিযোগ করেছেন নেতাদের কেউ কেউ।

কমিটির এক সদস্যের কথায়, এমনই একজন অ্যাঙ্কর অনুষ্ঠানে বিরোধী জোটের ইন্ডিয়া নাম নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতিবাজদের বোঝাপড়া বলেছেন। সেই অ্যাঙ্কর প্রধানমন্ত্রীর মন্তব্যের সমর্থনে বিরোধী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন যেগুলি শুধু বিচারাধীন তাই-ই, ইডি, সিবিআই চার্জশিট পর্যন্ত দেয়নি। সূত্র- দ্য ওয়াল

Related Articles

Back to top button
error: