টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে ২৭ তম দিনেও অব্যাহত কৃষক আন্দোলন। কনকনে শীতকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে সোমবার দিল্লির সিংঘু সীমানার কাছে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে আন্দোলনরত এক কৃষক। যদিও তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কেন্দ্র তিনটি কৃষি আইন পাশ করার পর থেকেই কৃষকরা ক্ষোভে ফেটে পড়েছেন। একাধিকবার বৈঠকেও মেলেনি সমাধান সূত্র।