টিডিএন বাংলা ডেস্ক : প্রতিবাদের অধিকার আছে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য রাস্তা আটকে প্রতিবাদ দেখাতে পারেন না কৃষকরা। বৃহস্পতিবার আরও একবার এমনই পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিমকোর্ট। দিল্লির তিন সীমান্ত সহ বেশ কিছু জায়গায় আন্দোলনকারী কৃষকদের সরানোর আবেদন জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দাখিল করেন নয়ডার বাসিন্দা মনিকা আগরওয়াল। এদিন মামলার শুনানিতে বিচারপতি এসকে কৌলের বেঞ্চ আন্দোলনরত কৃষকদের ৩ সপ্তাহের সময় দেয় এর কারণ জানানোর জন্য। এই মামলার পরবর্তী শুনানি হবে ৭ ডিসেম্বর। এদিন বিচারপতি এসকে সওল এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ শুনানিতে জানায়, আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া যায় না। কিন্তু তাই বলে অনির্দিষ্টকালের জন্য রাস্তা আটকে নয়। মনে রাখতে হবে, সাধারণ মানুষেরও রাস্তায় চলার অধিকার রয়েছে। তাই তাদের অধিকারও কেড়ে নেওয়া যায় না। মামলা চলাকালীন আন্দোলন করতেই পারেন কৃষকরা। কিন্তু রাস্তা বন্ধ করে আন্দোলন চলবে না। উল্লেখ করা যেতে পারে, তিন বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে কয়েক মাস ধরে দিল্লির সিঙ্ঘু সীমান্তে শতাধিক অন্নদাতা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, ওই তিন বিল প্রত্যাহার করতে হবে। তবে সরকার তা মানতে নারাজ।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024