টিডিএন বাংলা ডেস্ক : দিওয়ালির পরই দূষণের জালে দিল্লি। শুরু হয়েছে মারাত্মক জল দূষণ। দিল্লিতে জল সরবরাহের অন্যতম প্রধান উৎস যমুনা। সেই যমুনার জলে বেড়েছে অ্যামোনিয়ার প্রভাব। ফলে পানীয় জলের তীব্র ভোগান্তি শুরু হয়েছে রাজধানী জুড়ে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীপাবলিতে বাজি পোড়ানোর ফল ভুগতে হচ্ছে দিল্লিবাসীকে। একদিনের আনন্দ যে এত বড় বিপদ ডেকে আনতে পারে তা কে ভেবেছিল! যমুনার জলে অ্যামোনিয়ার মাত্রা বেড়েছে। দিল্লির পাঁচটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ক্ষতিকারক অ্যামোনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে শহরবাসীরা ব্যাপক জল কষ্টের মুখে পড়তে পারেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে দিল্লি জল বোর্ড। ৫টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বিকল হওয়ার ফলে সরকারি সরবরাহে ঘরে ঘরে জল পৌঁছলেও দূষণ থাকতে পারে বলে দিল্লিবাসীকে অতিরিক্ত সর্তকতা অবলম্বনের অনুরোধ করেছে তারা। এমনকি রবিবার ছুটির দিনেও বৈঠকে বসতে হয় দিল্লি সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের।
রবিবার দিল্লির বহু জায়গায় জল সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয় দিল্লি জল বোর্ড। প্রায় ৭০ টি এলাকার বাসিন্দা দূষিত জলের সমস্যায় ভুগছেন। সরকারের তরফে বিভিন্ন জায়গায় জলের ট্রাঙকার পাঠানো হলেও তা পর্যাপ্ত নয়। যমুনার তীরবর্তী কারখানাগুলিতে এই সময় উৎপাদনের মাত্রা যেমন বাড়ে, তেমনই বর্জ্যের পরিমাণ বাড়ে। তবে সোমবার সকালে কিছুটা হলেও উন্নত হয় দিল্লির বাতাসের গুণমান। বিপদজনক পর্যায় থেকে নেমে এখন তা দাঁড়িয়েছে অত্যন্ত খারাপ পর্যায়ে।