HighlightNewsরাজ্য

আদালতের নির্দেশে ৪০ বছর পর অভিযুক্তকে গ্রেফতার করতে গেল পুলিশ, ফিরল ডেথ সার্টিফিকেট নিয়ে!

টিডিএন বাংলা ডেস্ক: মারধোর ও ভাঙচুরের অভিযোগে অভিযুক্তকে ব্যক্তিকে প্রায় ৪০ বছর পর গ্রেফতারের নির্দেশ দিল আদালত। আদালতের নির্দেশে প্রায় ৪০ বছর পর সেই অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে হতবাক হতে হল পুলিশকেই। পুলিশ তার বাড়িতে পৌঁছে যানতে পারেন অনেক পূর্বেই মৃত্যু ঘটেছে উক্ত ব্যক্তির। ফলে অবশেষে অভিযুক্ততের পরিবর্তে তার ডেথ সার্টিফিকেট সঙ্গে নিয়েই পুলিশকে ফিরে আসতে হল!

এমনই দৃষ্টান্তমূলক ঘটনার স্বাক্ষি থাকল এই রাজ্যেরই তমলুকের ময়না থানার তিলখোজা গ্রাম। আজ থেকে প্রায় চার দশক আগে ১৯৮৩ সালে জুলাই মাসে এই গ্রামে একটি মারামারির ঘটনায় চিত্তরঞ্জন দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়েছিল। তার বিরুদ্ধে মারধোর ও ভাঙচুরের অভিযোগ ছিল। তারপর কেটে গিয়েছে ৪০ টি বছর। এতদিন মামলাটি ঝুলছিল আদালতেই। গত ১৮ মার্চ তমলুক সিজেএম কোর্টের বিচারক ২৮ মার্চের মধ্যে চিত্তরঞ্জন দাসকে কোর্টে হাজির করার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী, অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে পুলিশ অভিযুক্তের বাড়ি যাওয়ার পরেই অভিযুক্তকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

Related Articles

Back to top button
error: