HighlightNewsরাজ্য

আনিসের দেহ তুলতে গিয়ে পরিবারের বাধার সম্মুখীন পুলিশ, হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক :‌ আনিস খানের মৃত্যু নিয়ে উত্তাল গোটা রাজ্য। আনিসের মৃত্যুর প্রকৃত কারণ জানতে দ্বিতীয়বার তার দেহ ময়না তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনেই আনিসের দেহ কবর থেকে তুলতে যায় সিটের তদন্তকারীরা। কিন্তু সেখানে গিয়ে আনিসের পরিবারের বাধার সম্মুখীন হয় পুলিশ। আমতার স্থানীয় বাসিন্দাদের প্রবল বিক্ষোভের কারণে শনিবার খালি হাতেই তদন্তকারীদের ফিরে আসতে হায়।

এ বিষয়ে রাজ্য পুলিশ একটি টুইট বার্তায় বলে, ‘‌হাইকোর্টের নির্দেশে আজ সকালে ম্যাজিস্ট্রেটকে নিয়ে সিট-এর সদস্যরা আনিস খানের মৃতদেহ কবর থেকে তুলতে গিয়েছিলেন। উদ্দেশ্য দ্বিতীয়বার দেহ ময়না তদন্ত করা। কিন্তু প্রবল বিক্ষোভের সঙ্গে পুলিশকে সেই কাজ করতে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনা সম্মানীয় হাইকোর্টের নির্দেশের অবমাননা।’‌

ফিরহাদ হাকিম পুলিশের বক্তব্যকে সমর্থন করে বলেন, ‘শনিবার ভোরে আদালতের নির্দেশ মেনে পুলিশ কবর থেকে দেহ তুলতে যায়। যা হচ্ছে আদালতের নির্দেশ মেনেই হচ্ছে। এর মধ্যে রাজ্য সরকারের কোনও হাত নেই। পুলিশ আদালতের নির্দেশ মেনেই কাজ করছে।’ যদিও আনিসের পিতা সালেম খান বলেন, ‘আদালতের রায় অমান্য করিনি। আদালতের রায় অনুযায়ী দেহ তোলা হবে। সিট এর সদস্যদের জানিয়েছিলাম, আমি শারীরিকভাবে অসুস্থ। হাসপাতালে ভর্তি হতে পারি। সেই জন্য সময় চাইছি।’

Related Articles

Back to top button
error: