টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকারের নয়াকৃষি আইনের বিরুদ্ধে চলতে থাকা কৃষক আন্দোলন কে এবার সমর্থন জানালো সামাজিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। সংগঠনের চেয়ারম্যান আইএমএ সালাম বলেন, পিএফআই কৃষকদের দিল্লি চলো আন্দোলনকে সমর্থন করে।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়েছে, সংগঠনের চেয়ারম্যান আইএমএ সালাম দেশের জনসাধারণের কাছে ফ্যাসিবাদী শক্তির প্রকোপ থেকে সংবিধানকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে আবেদন করেছেন।তিনি বলেছেন মোদি সরকার এই আইন এনে কৃষকদের অবস্থা আরো খারাপ করে দিয়েছে। এই আইন নরেন্দ্র মোদির পুঁজিপতি সমর্থক,গরিব এবং জনবিরোধী চেহারা ফের একবার প্রকাশ্যে এনেছে। যদি সরকার কৃষকদের অভিযোগে কান না দেয় তাহলে খুব শীঘ্রই এটি পুরো দেশের অভিযোগ হয়ে উঠবে।
Video Press Release:
Popular Front extends support to farmers’ protests; calls for the struggle to preserve the constitutionकिसान प्रदर्शनों को पॉपुलर फ्रंट का समर्थन; संविधान बचाने के लिए संघर्ष की अपील#FarmersProtest #किसान_विरोधी_मोदी_सरकार pic.twitter.com/SvdvV0ED2U
— Popular Front of India (@PFIOfficial) November 26, 2020