রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টরা ইস্তাম্বুলে বৈঠকে বসবেন, আশা প্রকাশ করলেন এরদোগান

টিডিএন বাংলা ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়াও। এমতাবস্থায় এই যুদ্ধ বন্ধের আহব্বান জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে সমাজকর্মীরা। যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্ততা করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। সেই মধ্যস্ততা প্রক্রিয়ার অংশ হিসাবেই রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টরা ইস্তাম্বুলে বৈঠকে বসবেন, আশা প্রকাশ করলেন এরদোগান। আজ শুক্রবার জুমার নামাজের পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তুর্কি প্রেসিডেন্ট এই
আশা প্রকাশ করলেন।

এই সাক্ষাৎকারে এরদোগান বলেন, ‘চলমান নেতিবাচক বিষয় ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির কাছে ইতিবাচক করতে পারলে আমাদের খুব ভালো লাগবে।’ ইতিপূর্বে এরদোগানের প্রচেষ্টায় মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা ইস্তামবুলে আলোচনায় বসে ছিলেন। সেই আলোচনায় কিয়েভ এবং চেহেরনিভ শহরে রাশিয়া আক্রমণ কমানোর ঘোষণা দেয়। যদিও ইউক্রেনের অভিযোগ, রাশিয়া তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। স্বাভাবিক ভাবে বোঝাই যাচ্ছে এই যুদ্ধ সহজে বন্ধ হওয়ার নয়। এখন দেখার এরদোগান কি পারবেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার এই ভয়াবহ যুদ্ধে ইতিটানতে?