ক্রীড়া মন্ত্রককে মহিলা কুস্তিগীরদের ন্যায়বিচারের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিল রাষ্ট্রপতির কার্যালয় 

টিডিএন বাংলা ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে জানিয়েছেন, দ্রৌপদী মুর্মুর তরফে রাষ্ট্রপতির কার্যালয়, মহিলা কুস্তিগীরদের বিচার প্রদানে বিলম্ব এবং দিল্লি পুলিশের দ্বারা তাঁদের বিরুদ্ধে বলপ্রয়োগের বিষয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে, তাঁর ওই টুইটে গোখলে রাষ্ট্রপতির কার্যালয়ের এহেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরকে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য ও যৌন নিপীড়নের জন্য অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংকে রক্ষা করা বন্ধ করার আহ্বান জানান।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>VERY important update on wrestlers’ protest:<br><br>Office of Hon’ble President of India has directed Union Sports Ministry to take action on the representation filed by <a href=”https://twitter.com/AITCofficial?ref_src=twsrc%5Etfw”>@AITCofficial</a> regarding the delay in providing justice to our women wrestlers &amp; the use of force against them by… <a href=”https://t.co/d7WWJygn7p”>pic.twitter.com/d7WWJygn7p</a></p>&mdash; Saket Gokhale (@SaketGokhale) <a href=”https://twitter.com/SaketGokhale/status/1664207494246453248?ref_src=twsrc%5Etfw”>June 1, 2023</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>