পুজোর আগে বাড়ল রান্নার গ্যাসের দাম! জ্বালানির জ্বালায় কাহিল আম আদমি

টিডিএন বাংলা ডেস্ক : পুজোর আগে মধ্যবিত্তের মাথার উপর নেমে এলো দুশ্চিন্তার খাঁড়া। বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৩৫ টাকা। এরফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো ১৮০৫.৫০ টাকা।

জ্বালানির জ্বালা অব্যাহত। তাও আবার পুজোর আগে। এমনিতেই উৎসবের মরসুমে বাণিজ্যিক রান্নার গ্যাসের চাহিদা বেশি থাকে। অনেকেই এই সময় ছোটখাটো খাবারের দোকান খুলে বসে। সেই সময় দাম বাড়ার ফলে অসুবিধায় পড়বেন ছোট ব্যবসায়ীরা। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এদিকে গতমাসে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে হয় ৯১১ টাকা।

একেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। অনেকদিন আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। এবার ডিজেলও একশোর দোরগোড়ায়। এই অবস্থায় বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ফলে পুজোর আগে অবশ্যই বাড়তি চিন্তায় ছোট ব্যবসায়ীরা।