সেনা জওয়ানদের স্যালুট জানাতে দিওয়ালিতে প্রদীপ জ্বালান, আহবান প্রধানমন্ত্রীর

Pic Courtesy : Narendra Modi FB

টিডিএন বাংলা ডেস্ক: সেনা জওয়ানদের স্যালুট জানাতে দিওয়ালিতে প্রদীপ জ্বালান। দেশবাসীর প্রতি এমনটাই আহবান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই দেওয়ালিতে আসুন আমাদের দেশকে ভয়-ভীতিহীন মেজাজে পাহারা দিয়ে রক্ষা করছেন যে জওয়ানরা, তাঁদের স্যালুট জানাতেও একটা প্রদীপ জ্বালাই। জওয়ানদের দৃষ্টান্তমূলক সাহসের জন্য ওঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশে কোনও ভাষা, শব্দই যথেষ্ট নয়। সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা জওয়ানদের পরিবারগুলির প্রতিও কৃতজ্ঞ আমরা।’