টিডিএন বাংলা ডেস্ক: স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে ছিল উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা। সেই ঘটনায় প্রতিবাদী মুখ হিসাবে উঠে আসা চোপড়ার টাটু সিংহ উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষককে তার স্কুলেই ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে নিজের স্কুলের সামনেই ধর্নায় বসেছেন ওই শিক্ষক। তিনি অভিযোগ তুলেছেন, তার স্কুলে আসা নিয়ে কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকা স্বত্বেও স্কুল পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক তাঁকে কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। দীর্ঘ দিন থেকেই তিনি তার ন্যেয্য বেতন পাচ্ছেন না। ফলে সংসার চালানোই দুষ্কর হয়ে পড়েছে তার জন্য।
উল্লেখ্য যে, ২০১৮ সালে উত্তর দিনাজপুরের চোপড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চোপড়া। সেই সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করে। বিচারে জেল খাটতে হয়েছিল স্কুলের ইংরাজি শিক্ষককে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি দাবি করেছেন, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল।