দেশ

সোমবার থেকে স্কুল খোলার নির্দেশ পাঞ্জাব সরকারের

টিডিএন বাংলা ডেস্ক : করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। তবে তার জন্য স্কুল বন্ধ রাখতে নারাজ পাঞ্জাব সরকার। তাই কোভিড সতর্কতা মেনে আগামী ২আগস্ট, সোমবার থেকে স্কুল খোলার নির্দেশিকা জারি করলো পাঞ্জাব সরকার। একেবারে দ্বাদশ পর্যন্ত সব শ্রেণির পঠনপাঠন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজ্য জুড়ে ১০আগস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ চালু হয়েছে। তার মধ্যেই শনিবার পাঞ্জাব সরকারের তরফে স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পঠনপাঠন চালু হলেও, স্কুলে কোভিড সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। রাজ্য শিক্ষা দফতর সেই মর্মে নির্দেশিকা প্রকাশ করবে বলে জানানো হয়েছে। কোভিডের বিরুদ্ধে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার প্রয়োজন নেই বলে সম্প্রতি জানান বিশেষজ্ঞরা। তারপরই স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। করোনা কালে এতোদিন বন্ধ ছিল পঠনপাঠন। বহুদিন ধরেই শিক্ষার্থীরা ঘরবন্দি। অনলাইনে রোজকাল ক্লাস আর পরীক্ষা দিয়ে পরের শ্রেণীতে উঠেছে। করোনার একেরপর এক ঢেউ আসায় শিশুদের নিয়ে বিদ্যালয় খুলতে রাজি হয়নি কোনো পক্ষ। তবে এবার বিধিনিষেধের মধ্যেই স্কুল খুলছে পাঞ্জাবে। দেশের মধ্যে কেরল ছাড়া প্রায় সমস্ত রাজ্যেই করোনা কিছুটা নিয়ন্ত্রণে। তবে এখন শেষ হয়নি। গত কয়েকদিন ধরেই দেশে করোনার সংক্রমনের হার ৪০হাজারের ওপরে।

উল্লেখ্য হরিয়ানার, বিহার, গুজরাট এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা স্কুল খোলার পক্ষে নির্দেশ দিয়েছেন।

Related Articles

Back to top button
error: