টিডিএন বাংলা ডেস্ক : ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছেন লন্ডনের গবেষকরা। তাদের দাবি, বুস্টার নেওয়া থাকলে ওমিক্রনে গুরুতরভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা ৮৫% কমতে পারে। কেন্দ্রের কাছে এবার বুস্টার ডোজ চালুর আর্জি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সোমবার দিল্লিতে নতুন করে ৬ জনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে। রাজধানীতে ওমিক্রন আক্রান্ত এখন ২৮ জন। ডেল্টা হানায় মৃত্যু মিছিল দেখেছিল দিল্লি। ওমিক্রনে যাতে সেই হাল না হয়, তাই বুস্টার ডোজ চালুর অনুমতি দেওয়া নিয়ে কেন্দ্রকে আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে কেজরি বলেন, রাজধানীতে যেহেতু হঠাৎ করে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই কেন্দ্রের উচিত বুস্টার ডোজের অনুমতি দেওয়া।
তবে এই নিয়ে শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন কেজরি। মুখ্যমন্ত্রীর কথায়, চিন্তার কিছু নেই। দিল্লি সরকার হাসপাতালের পর্যাপ্ত ব্যবস্থা রাখছে।