HighlightNewsদেশ

দেশের রাজনৈতিক বিরোধীদের পরিসর ছোট হচ্ছে যা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয় : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

টিডিএন বাংলা ডেস্ক: দেশের রাজনৈতিক বিরোধীদের পরিসর ক্রমশ ছোট হচ্ছে, যা সুস্থ গণতন্ত্রের জন্য মোটেও ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। তিনি বলেন, দেশের মানুষজন এতদিন রাজনৈতিক শাসক ও বিরোধীদের মধ্যে পারস্পররিক সৌজন্যমূলক ব্যবহার দেখেই অভ্যস্ত। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা হচ্ছে। যা দেশের সার্বিক পরিস্থিতির জন্য অত্যন্ত নেতিবাচক।

শনিবার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) আয়োজিত রাজস্থান বিধানসভায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিচারপতি এন ভি রামানা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়, যা বর্তমানে আমরা দেখতে বাধ্য হচ্ছি। এগুলো মোটেও সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। আগে সরকার ও বিরোধীদের মধ্যে পারস্পরিক আলাদা সম্মান ছিল যেটা এখন অনেকাংশে হ্রাস পেয়েছে। সংসদীয় বিভিন্ন কার্যকলাপের অবনমন নিয়েও শঙ্কাপ্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে- এখন সংসদীয় বিভিন্ন কার্যকলাপের অবনমন দেখছেন দেশবাসী। বর্তমান সময়ে সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে উঠে আসা বিভিন্ন নেতিবাচক দিকগুলির কথাও তুলে ধরেন এদিন তাঁর বক্তব্যে।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েকদিন আগে সংসদে বহুল ব্যবহৃত কয়েকটি শব্দকে ‘অসংসদীয় শব্দ’ হিসেবে অবহারযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ হয়েছে সংসার চত্বরে বিক্ষোভ, ধরনা, অনশন করার অধিকারও। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে পক্ষপাতিত্বমূলক বলে অভিযোগ উঠেছে একাধিকবার। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপটির এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।

Related Articles

Back to top button
error: