টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ দিনের আলোচনা পর্যালোচনা পর অবশেষে ‘বাংলা দিবস’-এর প্রস্তাব পাশ হল রাজ্য বিধানসভায়। আর এই ‘বাংলা দিবস’ কোন দিনটিতে করা হবে সেই দিনক্ষণ নির্ধারণ নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ১৫ এপ্রিল দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে। অন্যদিকে বিজেপি দাবি করছে ২০ জুনকেই পশ্চিমবঙ্গ দিবাস হিসাবে ঘোষণা করা হোক।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পয়লা বৈশাখ বাংলা দিবস হিসাবে পালন করা হবে। তিনি আরও বলেন, ওরা বলছেন, রাজ্যপালকে সই করতে দেবেন না। রাজ্যপাল সই না করলে কিছু যায় আসে না। দেখি কার শক্তি বেশি!