দেশ

এলআইসি-র শেয়ার বিক্রির দায় ঝাড়ল কেন্দ্র, সামালের ভার বেসরকারি ব্যাঙ্কের ওপর

টিডিএন বাংলা ডেস্ক : এলআইসির শেয়ার বিক্রির দায় এবার ঝেড়ে ফেলল কেন্দ্র। সবটাই সামালাবে বেসরকারি দশটি ব্যাঙ্ক। অর্থ মন্ত্রকের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সামনে প্রস্তাব ও রূপরেখা পেশ করবে ১৬টি বেসরকারি ব্যাঙ্ক। বিস্তারিত পরিকল্পনা যাচাই করার পর এদের মধ্যে থেকে দশটি বেসরকারি ব্যাঙ্ক বেছে নেবেন নির্মলা সীতারামনের মন্ত্রক।

শেয়ার বিক্রির পরিচালন পর্ষদে থাকতে পারে দেশ-বিদেশের নামজাদা ব্যাঙ্ক। তাদের মধ্যে উল্লেখযোগ্য সিটি গ্রুপ এবং গোল্ডম্যান স্যাশে। তাছাড়া অ্যাক্সিস ক্যাপিটাল, এসবিআই ক্যাপিটাল, এইচডিএফসি-র মতো প্রতিষ্ঠান নামও থাকতে পারে তালিকায়। সেবির নির্দেশ, কিভাবে এই শেয়ার বিক্রির প্রক্রিয়া চলবে তা ঠিক করবে বাছাই করা ১০ টি ব্যাঙ্ক। সেই নির্ধারিত প্রক্রিয়ার সুপারিশ রিপোর্ট সরকারকে দেবে ওই কমিটি। এলআইসির পাবলিক ইস্যু বাজারে আনার অর্থ, সরকারের অংশীদারিত্বের একটা নির্দিষ্ট অংশ ছেড়ে দেওয়া। পাশাপাশি কর্মীদের জন্য ১০% শেয়ার রেখে দেওয়ার সুপারিশ রয়েছে।

এলআইসি বিক্রি করে কেন্দ্র সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ করতে চাইছে বলে মনে করছে অর্থনীতিবিদদের একাংশ।

Related Articles

Back to top button
error: