HighlightNewsদেশ

প্রকাশিত হল নিট-পিজির ফলাফল!অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: পরীক্ষা শেষের মাত্র ১০ দিনেরর মধ্যেই ফল প্রকাশ হলো নিট-পিজির। রেকর্ড সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সের প্রশংসা করেছেন।
এবছরের নিট-পিজির পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীদের যেতে হবে নিম্নলিখিত ওয়েবসাইটে https://natboard.edu.in/ বা, অফিসিয়াল ওয়েবসাইট nbe.edu.in-এ। এরপর NEET PG-তে ক্লিক করতে হবে। এর ফলে একটি নতুন পেজ খুলবে, সেখানে ফলাফলের অপশনের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ফলাফলের একটি পিডিএফ খুলবে। পরীক্ষার্থীদের ওই তালিকায় নিজেদের রোল নম্বর অনুসন্ধান করতে হবে। পিডিএফ ডকুমেন্টটি ৮২৬ পৃষ্ঠা দীর্ঘ। পিডিএফ ডাউনলোড করার পরে একটি Ctrl+F কি (key) ব্যবহার করতে হবে। ফলাফলের নথি যাচাই সাপেক্ষে। স্কোরকার্ড ৮ই জুন প্রকাশিত হবে। ফলাফল কাট অফও প্রকাশিত হয়েছে। প্রদত্ত কাট অফের উপরে স্কোর করেছেন এমন প্রার্থীদের নির্বাচন করে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে।
প্রসঙ্গত, নিট স্নাতকোত্তর-২০২২ এর পরীক্ষা নেওয়া হয় ২১ মে মোট ৮৪৯টি কেন্দ্রে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া ট্যুইট করে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটারে তিনি লেখেন,”নিট-পিজির ফলাফল বেরিয়েছে! যারা নিট-পিজির জন্য যোগ্যতা অর্জন করেছেন তাঁদের সকলকে আমি অভিনন্দন জানাই। আমি @এনবিইএমএস_ইন্ডিয়াকে প্রশংসনীয় ভাবে নির্ধারিত সময়ের অনেক আগে ফলাফল ঘোষণা করার জন্য জন্য সাধুবাদ জানাই যে । https://natboard.edu.in-এ আপনার ফলাফল দেখুন।”

Related Articles

Back to top button
error: