HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, মেধাতালিকায় স্থান করে নিলেন কারা দেখুন এক নজরে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার দুপুর ১২টা নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সংসদের সভাপতি প্রকাশ করেছেন এই বছর ১-১০ পর্যন্ত স্থান অধিকার করা শিক্ষার্থীদের মেধাতালিকা। সংসদ সূত্রে খবর, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মোট ৮ লক্ষ ৫২ হাজার পরীক্ষার্থী। যদিও গত বছরের তুলনায় এই বছর প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। অন্যদিকে এই বছর পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী।

এক নজরে দেখুন মেধাতালিকায় স্থান করে নিয়েছেন কারা-

এই বছর ৪৯৬ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার।দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সুষমা ও দক্ষিণ দিনাজপুর থেকে আবু সামা। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। ৪৯৪ নম্বর পেয়ে যৌথ ভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনজন, তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।

Related Articles

Back to top button
error: