HighlightNewsরাজ্য

প্রকাশিত হল জেইই মেন পরীক্ষার ফলাফল, ফলাফল দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে প্রকাশিত হল জেইই মেন-এর পরীক্ষার ফলাফল। যারা এই বছর জয়েন এন্ট্রান্স মেন পরীক্ষা দিয়ে ছিল তারা রোল নম্বর দিয়ে অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ লগিন করলেই দেখতে পাবেন নিজের ফলাফল।

কীভাবে jeemain.nta.nic.in-এই ওয়েবসাইটে গিয়ে নিজের ফলাফল অনলাইনে দেখবেন?
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in- লগিন করবেন। তারপরে হোমপেজে গিয়ে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি নামের একটি বক্স পাবেন সেখানে। ওই বক্সে টিক চিহ্ন দেবেন। তারপর রেজাল্ট দেখার জন্য একটি অপশন পাবেন। সেখানে যে তথ্যগুলি চাইবে সেগুলি দেবেন। এটা কমপ্লিট করলেই আপনি আপনার স্ক্রিনে ফলাফল দেখতে পাবেন। এই ফলাফল ডাউনলোড করেও নিতে পারেন আবার প্রিন্টআউটও করে নিতে পারবেন।

Related Articles

Back to top button
error: