HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

টিডিএন বাংলা ডেস্ক: পরীক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ফলাফলে প্রথম স্থান অধিকার করেছেন ব্যারাকপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের ছাত্র হেমাংশু শেখর। অন্যদিকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শিলিগুড়ির নির্মাণবিদ্যা জ্যোতিশিক্ষা স্কুলের হেমাংশু শেখর। প্রথম ও দ্বিতীয় দুজনেই হেমাংশু শেখর। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে

এবছর জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১ হাজার ৩৯৩ জন। তার রাজ্যের ছাত্রছাত্রী ৬২ হাজার ৯২৭ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০ হাজার ১৩২ জন। পাসের হার ৯৮.৫ শতাংশ। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অনলাইন কাউন্সলিংয়ে রেজিস্ট্রেশন শুরু হবে বলেও জানান হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

Related Articles

Back to top button
error: