HighlightNewsদেশ

লোকসভা নির্বাচনের ফল রাজ্যের ফলের ভিত্তিতে নয়, ২০২৪-এই ঠিক হবে : প্রশান্ত কিশোর

টিডিএন বাংলা ডেস্ক : ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল কোনও রাজ্য নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নয়, বরং তা ২০২৪ সালেই নির্ধারিত হবে- এমনটাই জানালেন ভোট কুশোলী প্রশান্ত কিশোর। প্রসঙ্গত, পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল। এর মধ্যে চার রাজ্যের (উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া) বিধানসভা ভোটে বিজেপি জয়লাভ করেছে। আর পাঞ্জাবে ক্ষমতায় না আসলেও সেখানে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে। এই ফলাফল সামনে আসতেই উত্‍ফুল্ল বিজেপি শিবির। এই ফলাফল প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ”২০২২ সালে উত্তরপ্রদেশের ফল ঠিক করে দিল ২০২৪ সালে ফের বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই তত্ত্ব খারিজ করতেই আসরে নামেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এক ট্যুইট বার্তায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সাহেব’ বলে কটাক্ষ করে বলেন, ‘ভারতের জন্য যে লড়াই তা ২০২৪-এই হবে এবং তখনই তার ফল নির্ধারিত হবে, কোনও রাজ্যের নির্বাচনের ফলে নয়। সাহেব এটা ভাল ভাবেই জানেন। সেই কারণেই বিধানসভা ভোটের ফল নিয়ে এই উন্মাদনা তৈরি করে বিরোধীদের উপরে মনস্তত্ত্বিক চাপ তৈরির কৌশল নিয়েছেন তিনি।’ এরপরই তিনি জনগণের উদ্দেশ্যে সতর্কবানী উচ্চারণ করে বলেন, ‘এই মিথ্যে প্রচারের ফাঁদে পড়বেন না বা অংশ হবেন না।’ বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রশান্ত কিশোরের মতোই প্রধানমন্ত্রীর এই ২০২৪-এর লোকসভা জয়ের হুঙ্কারকে তেমন পাত্তা দিতে নারাজ।

উল্লেখ্য যে, ভারতের রাজনীতিতে প্রচলিত একটি কথা হচ্ছে উত্তর প্রদেশের বিধানসভা ভোট লোকসভা নির্বাচনের আগে একটি সেমি ফাইনালের মত। এই নির্বাচনে যে জিতবে সাধারণ ভাবে সেই লোকসভা নির্বাচনে জেতার ক্ষেত্রে আগিয়ে থাকে। কাল প্রকাশিত হওয়া ফলাফলে ২০১৭-র তুলনায় প্রায় পঞ্চাশটি আসন কমলেও উত্তর প্রদেশে ২৭৩টি আসন পেয়েছে বিজেপি। যার ফলে বিজেপি আগামী লোকসভা নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদী।

Related Articles

Back to top button
error: