প্রকাশিত হল রাষ্ট্রপতি নির্বাচনের ফল, ভারতীয় ইতিহাসে প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

টিডিএন বাংলা ডেস্ক: অনেক প্রতিক্ষার পর অবশেষে প্রকাশিত হল রাষ্ট্রপতি নির্বাচনের ফল। আর ফল প্রকাশিত হতেই দেখা গেল বিপুল ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে বিজেপি তথা এনডিএ প্রার্থী ময়ূরভঞ্জের ভূমিকন্যা দ্রৌপদী মুর্মু। আর এই বিজয়ের মধ্য দিয়েই তৈরি হল নতুন ইতিহাস। দ্রৌপদী মুর্মুই হলেন ভারতীয় ইতিহাসে প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। ইতিপূর্বে দেশ আদিবাসী পুরুষ রাষ্ট্রপতি পেলেও কোনো আদিবাসী মহিলা এই প্রথম দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে রাইসিনা হিলসের বাসিন্দা হবেন তিনি।