টিডিএন বাংলা ডেস্ক: আজ সোমবার প্রকাশিত হল প্রাইমারী টেট ২০২১ সালের ফলাফল। জানা গিয়েছে, এই বছরে টেট পরিক্ষার জন্য ২ লক্ষ ৪৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী ফর্ম ফিলাপ করেছিল। যদিও পরীক্ষায় বসে ছিল ১ লক্ষ ৮৯ হাজারের মতো পরীক্ষার্থী। ফলাফল প্রকাশিত হতেই দেখা যায় ৯ হাজার ৮৯৬ জন পাশ করেছে।
একটি সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য এই ফল ঘোষণা করেন। স্বচ্ছতা রেখেই এই ফল প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। যাতে অস্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন না ওঠে ফল প্রকাশের আগে তাই বিভিন্ন অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এই ফল প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক শিক্ষা সংসদের ওয়েবসাইডে গিয়ে এই ফল জানা যাবে। ফলাফল জানার জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর ও জন্মতারিখের প্রয়োজন।