টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকারের নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে লাগাতার কয়েকদিন ধরে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন বিভিন্ন কৃষক সংগঠনের সদস্যরা। গতকাল একদিনের অনশনের পর বুধবার কৃষক নেতারা আগামীকাল দিল্লি নয়ডার চিল্লা বর্ডার সম্পূর্ণরূপে বন্ধ করার হুমকি দিয়েছেন। এর আগে মঙ্গলবার নিজেদের দাবিতে অনড় কৃষক নেতারা একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, কৃষক আন্দোলন এখন এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে যে তাঁরা জেতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি ওই সাংবাদিক সম্মেলনে কৃষক আন্দোলন চলাকালীন যে সমস্ত কৃষকরা প্রাণ হারিয়েছেন তাদের আগামী ২০ ডিসেম্বর শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কথাও বলেন কৃষক নেতা ইন্দ্রজিৎ দীঘে।
এদিকে কেন্দ্রের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও সমস্যার সমাধান না হওয়ায় নিজেদের দাবিতে অনড় কৃষকনেতা ইন্দ্রজিৎ দীঘে জানিয়েছেন এই আন্দোলনকে তারা আরো বড় করে গড়ে তুলবেন। এপ্রসঙ্গে তাঁর দাবি, সোমবার ৩৫০ জেলায় আমাদের আন্দোলন সফল হয়েছিল। কৃষকরা ১৫০ টি টোল প্লাজা মুক্ত করতে সক্ষম হন। কৃষকনেতা ইন্দ্রজিৎ দীঘের দাবি, কৃষি বিলের প্রচার করার জন্য বিজেপি একটি ক্যাম্পেন শুরু করছে। তিনি আরো বলেন, এটা একটা ঐতিহাসিক আন্দোলন এবং কৃষকদের একতা ভঙ্গ করার সমস্ত প্রচেষ্টা বিফল হবে।