টিডিএন বাংলা ডেস্ক: গত সপ্তাহের বুধবার দিল্লির সিংঘু সীমান্তে কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলনকারী কৃষকদের সমর্থনে আত্মহত্যা করেন শিখ ধর্ম প্রচারক রাম সিং। তার শবদেহের কাছ থেকে যে সুইসাইড নোট পাওয়া যায় সেখানে তিনি লিখেছিলেন, দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের দাবি সরকার মানছে না। কৃষকদের ওপর হওয়া এই অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না। এই চিঠির আগে শিখ ধর্ম প্রচারক রাম সিং একটি ১০ পাতার সুদীর্ঘ চিঠি লিখেছিলেন। চিঠিটি হরিয়ানার নানকসার গুরুদোয়ারা থেকে পাওয়া গেছে। ওই চিঠিতে ভারতের কৃষকদের এই করুণ অবস্থার জন্য বিজেপি এবং আরএসএসকে দায়ী করে গেছেন তিনি।
চিঠিতে স্পষ্টতই বিজেপি এবং আরএসএসকে তীব্র আক্রমণ করেছেন সন্ত রামসিং।এমনকি আরএসএস শিখ জাতিকে সমূলে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে বলেও উল্লেখ করেছেন তিনি। আরএসএসকে শিখ সম্প্রদায়ের চারদিকে ঘোরা সাপের সঙ্গে তুলনা করেছেন সন্ত রামসিং। শিখ ধর্ম প্রচারকের শেষ যাত্রায় তাঁর এক শীষ্য উপস্থিত সবাইকে ওই চিঠি পড়ে শোনান।
ওই চিঠিতে তিনি লিখেছেন, শিখ জাতিকে শেষ করে দিতে চাইছে আরএসএস। শিখ সম্প্রদায় তাদের নিশানায় এবং এখনও তাদের কে আক্রমণ করা হচ্ছে। কয়েকজন শিখো তাদের সঙ্গে জুড়ে গেছে। এটা খুবই লজ্জার যে তারা আরএসএস এর জন্য কাজ করছে। ক্ষমতার লোভে তারা এটা করছে। কেউ কেউ অর্থের লোভে করছেন। আবার কাউকে জোর করে করতে বাধ্য করা হচ্ছে। আরএসএস সাপের মত শিখ সম্প্রদায়কে চারদিক থেকে ঘিরে ধরেছে।
এর পাশাপাশি কৃষক আন্দোলন প্রসঙ্গে সন্ত রামসিং লেখেন, আমি চাষীদের ক্ষোভ দেখেছি। তাঁরা নিজেদের অধিকার পেতে রাস্তায় ধুঁকছে। এটা দেখে আমি খুবই দুঃখ পেয়েছি। ব্যথা অনুভব করেছি। সরকারি ইনসাফ দিচ্ছে না। অন্যায় হচ্ছে। কাউকে দাবিয়ে রাখা পাপ। আর সেই অত্যাচার সহ্য করাও পাপ। দেশের মানুষ কৃষকদের সঙ্গে আছেন, সেটা তারা জানিয়েছেন। তাঁরা যে অন্যায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ সেটাও তাঁরা বিভিন্নভাবে জানিয়েছেন।