Newsদেশ

মরে যাই একী লজ্জা! বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ-নেপাল-পাকিস্তানের থেকেও পিছনে ভারত

টিডিএন বাংলা ডেস্ক : ডিজিটাল ইন্ডিয়ার আসল কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল। ২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশিত হয়েছে। যাতে দেখা যাচ্ছে, ১১৬টি দেশের মধ্যে ১০১ তম স্থানে রয়েছে ভারত। লজ্জাজনকভাবে পাকিস্তান-বাংলাদেশ এবং নেপালের থেকেও পিছিয়ে রয়েছে আমাদের দেশ। উল্লেখ্য, গত বছর বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ছিল ৯৪।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আচ্ছে দিন’ এর স্বপ্ন। সমালোচকরা অনেকেই বলছেন, যা আদতে সোনার পাথর বাটি। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচক একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্ট বলছে, অনাহার ও অপুষ্টির নিরিখে নেপাল, পাকিস্তান ও বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়েছে ভারত। বিশেষ এই রিপোর্ট বানিয়েছে আইরিশ সংগঠন। যার নেতৃত্বাধীন রয়েছে জার্মানির কোম্পানি হাঙ্গার হিলফে। ক্ষুধা ও অপুষ্টির নিরিখে তাদের তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে চিন, ব্রাজিল, কুয়েত সহ মোট ১৮টি দেশ। নেপাল ও বাংলাদেশে রয়েছে ৭৬ তম স্থানে। মায়ানমার রয়েছে ৭১ তম স্থানে। পাকিস্তান রয়েছে ৯২ তম স্থানে।

কীসের ভিত্তিতে এই সূচক তৈরি হয়? অপুষ্টি, ৫ বছরের কম বয়সি শিশুদের উচ্চতা, মৃত্যুহার, উচ্চতার তুলনায় ওজন ইত্যাদি। ঘটনা হল ভারতের এই খিদের জ্বালা এই প্রথম নয়। ২০২০ সালে বিশ্ব ক্ষুধা সূচক তৈরি হয়েছিল ১০৭টি দেশকে নিয়ে। এর মধ্যে ভারতের স্থান ছিল ৯৪। ২০১৪ সালে বিশ্ব ক্ষুধা সূচকে ৭৬ টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ৫৫। ২০১৬ সালে অবস্থার আরও অবনতি হয়। ১১৮টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ৯৭। ২০১৭ সালে ১১৯ টি দেশের মধ্যে ভারতের অবস্থান দাঁড়ায় ১০০ তে। ২০১৯ সালে ১১৭টি দেশের মধ্যে ভারত ছিল ১০২ নম্বরে। আর চলতি বছর ১১৬ টি দেশের মধ্যে ভারতের স্থান ১০১ তম। অর্থাৎ পরিস্থিতি আরও উদ্বেগজনক।

গতবছর করোনা পরিস্থিতির কারণে অর্থনীতির মন্দা দশা দেখা যায়। এর ওপর ক্ষুধা সূচক অনেকটাই নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button
error: