HighlightNewsদেশ

কৃষকদের কাছে আসতে মাঠে নামছে সঙ্ঘ পরিবার

টিডিএন বাংলা ডেস্ক : শুক্রবার তিনটি কালা কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তা চূড়ান্ত হয়ে গেছে। যদি স্বস্তিতে নেই কৃষকরা। আজ কৃষক বিক্ষোভের এক বছর পূর্তি। সেই উপলক্ষে দিল্লির গাজিপুর সিংঘু সীমানায় কড়া পুলিশি প্রহরায় ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভের এক বছর পূর্তিতে দিল্লি চলো অভিযানের ঘোষণা আগেই করেছিল কৃষকরা। কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, এমএসপি আইনের মতো ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ফলে কেন্দ্রের মাথাব্যথা কমছে না। কৃষকদের ক্ষোভ যাতে ভোটবাক্সে প্রভাব না ফেলে, সেইজন্য মাঠে নামছে সঙ্ঘ পরিবার।

সূত্রের খবর, কৃষকদের কাছে কৃষি আইন প্রত্যাহারের কারণ ব্যাখ্যা এবং কেন্দ্রের কৃষক বন্ধু মনোভাব তুলে ধরবে সঙ্ঘ প্রভাবিত কৃষক সংগঠন ভারতীয় কিষান সঙ্ঘ। সঙ্ঘ পরিবার সূত্রে খবর, ডিসেম্বেরের মাঝামাঝি বিরোধী শাসিত রাজ্যগুলি থেকে এই পদক্ষেপ শুরু হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি আইনের দাবিতে একমত সঙ্ঘ প্রভাবিত এই সংগঠন।

সঙ্ঘ প্রভাবিত এই সংগঠন আগেই বিবৃতি জারি করে জানিয়েছিল, এমএসপি আইন এনে দ্রুত দেশের কৃষকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। ওই সংগঠন এবার কৃষকদের বোঝাবে কেন কৃষি আইন প্রত্যাহার করতে মোদি সরকারের এত সময় লাগলো। সামনের বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে তৎপর বিজেপি। আগামী ২৯ নভেম্বর রাজ্যসভার সাংসদদের সংসদের জরুরি উপস্থিতির হুইপ জারি করেছে বিজেপি। মনে করা হচ্ছে, কৃষি আইন রদ বিল পেশ করতে পারে সেই দিনই।

Related Articles

Back to top button
error: