দেশ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে দেশে এখনো পর্যন্ত মৃত ৫৯৪ জন চিকিৎসক; জানালো আইএমএ

টিডিএন বাংলা ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে গোটা দেশে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯৪ জন চিকিৎসকের। এর মধ্যে ৪৫ শতাংশ চিকিৎসকই হলেন দিল্লি, বিহার এবং উত্তর প্রদেশের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। আইএমএ-র তরফ থেকে কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে তা আলাদা আলাদাভাবে জানানো হয়েছে। আইএমএ-র পরিসংখ্যান অনুযায়ী, গতবছর করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০০ জন চিকিৎসকের। তবে, করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাবে প্রত্যেক দুজন চিকিৎসকের মধ্যে একজন মারা গেছেন দিল্লি, বিহার বা, উত্তরপ্রদেশ থেকে। আইএমএ-র রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র দিল্লিতেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৭ জন চিকিৎসকের।

আইএমএ-র পক্ষ থেকে স্বাস্থ্যক্ষেত্রে হিংসার ঘটনা এড়াতে কঠোর ও কার্যকরী আইন দাবি করে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ওই চিঠিতে গত সোমবার এক করোনা রোগীর মৃত্যুর পর অসমের চিকিৎসক সেউজ কুমারের ওপর মারধরের ঘটনা উল্লেখ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: