২৩ তারিখের আগেই শেষ হতে পারে সংসদের অধিবেশন

টিডিএন বাংলা ডেস্ক : নির্ধারিত সময়ের আগেই শেষ হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। সূত্রের খবর, ২৩ ডিসেম্বর নির্ধারিত দিনের আগেই সংসদের শীতকালীন অধিবেশনে ইতি পড়তে পারে।

অবশ্য তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করিয়ে নিতে চাইছে মোদি সরকার। এমনই দাবি করা হয়েছে সংসদীয় সূত্রে। এরমধ্যে অন্যতম হলো, দেশের মহিলাদের বিয়ের নূন্যতম বয়স পরিবর্তন সংক্রান্ত বিল। সোমবার লোকসভায় পাস হতে পারে এই বিল।

শোনা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের আগে যদি অধিবেশন শেষ করে মোদি সরকার, তাহলে তার দায় চাপানো হবে বিরোধীদের উপর। গত সপ্তাহে টানা তিন দিন সরকারপক্ষের সাংসদরা সংসদের গতি রোধের জন্য বিরোধীদের দায়ী করে সংসদ চত্বরে পাল্টা বিক্ষোভ দেখান। এই পটভূমিকায় কেন্দ্রীয় সরকার তাদের ওপর সংসদের গতিরোধের দায় চাপানোর চেষ্টা করলে, তারাও যে চুপ করে থাকবে না তা জানিয়ে দিয়েছে বিরোধী পক্ষ।