টিডিএন বাংলা ডেস্ক: বাংলার অবস্থা খারাপ, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে দায়িত্ব তুলে দেওয়া দরকার। মেদিনীপুরের এক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে শামিল হওয়ার পর এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা খুবই খারাপ। যদি রাজ্যকে এই সংকট থেকে মুক্ত করতে হয় তাহলে রাজ্যের দায়ভার তুলে দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি “দেশের আন, বান এবং শান” বলেও উল্লেখ করেন।
বিজেপিতে শামিল হওয়ার পর তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে তাঁর সাথে আসার এবং নতুন করে শুরু করার আবেদন জানান। নিজের ওই খোলা চিঠিতে শুভেন্দু এ প্রসঙ্গে লিখেছেন,”আমাদের লড়াই পশ্চিমবঙ্গের গৌরব ফিরিয়ে আনার জন্য।”
চলতি সপ্তাহের বৃহস্পতিবারই তৃণমূলের প্রথম সারির নেতা তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী দলের সাথে নিজের সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। মন্ত্রিত্ব থেকে শুরু করে সমস্ত সরকারি পদ থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন তিনি। গত ১৬ এবং ১৭ বিধানসভার সদস্য এবং তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য তা থেকেও ইস্তফা দিলেন শুভেন্দু।
এদিকে, এদিন শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে শামিল হওয়ার পর পশ্চিমবঙ্গের মেদিনীপুরেরওই সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার শাসক দল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন,”নির্বাচনের আগেই তিনি একা হয়ে যাবেন। বিজেপিতে আজ যারা সামিল হচ্ছেন তারা একসময় মা-মাটি-মানুষের স্লোগানের সাথে পথে নেমে ছিলেন। তবে মমতা দিদির সরকার মা মাতি মানুশের স্লোগানকে টোলবাজি, তৃপ্তিকরণএবং ভাগ্নিবাদিত্বে রূপান্তরিত করে দিয়েছে।”
শুধু তাই নয়, বাংলার মানুষের উদ্দেশ্যে অমিত শাহের আবেদন,”আপনারা তিন দশক কংগ্রেসকে দিয়েছেন, ২৭ বছর বামপন্থীদের দিয়েছেন এবং ১০ বছর মমতা ব্যানার্জিকে দিয়েছেন। পাঁচ বছর বিজেপিকে দিন আমরা বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।”
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির উত্থানের প্রসঙ্গ টেনে অমিত শাহ আরো বলেন,”কিছু বড় নেতারা বলেছিলেন যে কেউ তৃণমূলকে বাংলায় পরাজিত করতে পারে না। আমি তাঁদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে, সংসদীয় নির্বাচন চলাকালীন তাঁরা বলতেন যে বিজেপির অ্যাকাউন্ট খুলবে না।আমাদের দিলীপ ঘোষের সভাপতিত্বে এবং মোদী জির নেতৃত্বে বিজেপি ১৮ টি আসন জিতেছে।”