Highlightদেশ

কাবুলের মতো অবস্থা হবে কাশ্মীরের, বিস্ফোরক মন্তব্য পিডিপি নেত্রী মেহবুবার

টিডিএন বাংলা ডেস্ক : কেন্দ্রীয় সরকারকে আফগানিস্তানের দেখে শিক্ষা নেওয়া উচিত। এমনই মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তার কথায়, “সুপার পাওয়ার আমেরিকা। তারপরও আফগানিস্তান থেকে চলে আসছে মার্কিন সেনা। তালিবানরা ওদের পালাতে বাধ্য করেছে। কেন্দ্রের এখনও সময় আছে। কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করুন।”

পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী কেন্দ্রের উদ্দেশ্যে আরও বলেন, “কাশ্মীরিদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। খুব বেশি দেরি হওয়ার আগে নিজেদের ভুল শুধরে নিন। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন। অবিলম্বে ৩৭০ ধারা ফেরত চান কাশ্মীরের নাগরিকরা।” তার এই মন্তব্যের পর শুরু হয়েছে জোর বিতর্ক। প্রশ্ন উঠছে এই মন্তব্যের প্রেক্ষিতে কিসের ইঙ্গিত দিলেন মেহবুবা? তবে কি কাশ্মীর ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে মোকাবিলা করতে তালিবানের মত বিচ্ছিন্নতাবাদী কোনও শক্তির সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী?

এদিকে এই মন্তব্যের পর সমালোচনা করে করেছে বিজেপি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “এই কঠিন সময়ে এই ধরনের বক্তব্য পেশ করা থেকে বিরত থাকা উচিত। যে ধরনের মন্তব্য মানুষের মনে হিংসার জন্ম দেয়, সেগুলো না বলাই দেশের পক্ষে ভালো। জম্মু-কাশ্মীর বরাবরই ভারতের অংশ। তাই সেখানকার বাসিন্দাদের খুশি রাখা আমাদের কর্তব্য।” মেহবুবার মন্তব্যের নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, জাতির স্বার্থবিরোধী মন্তব্য করা মেহবুবার বরাবরের অভ্যাস। তাকে বুঝতে হবে ৩৭০ ধারা বিলুপ্ত হয়ে গেছে। সমস্যা মেটাতে কেন্দ্র জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের সঙ্গে কথা বলছে। যদিও সেখানকার স্থানীয় নেতৃত্ব কোনও দিন এ ব্যাপারে আগ্রহ দেখায়নি।”

Related Articles

Back to top button
error: