HighlightNewsদেশ

কৃষকদের সঙ্গে কেন্দ্রের দ্বিতীয়বারের বৈঠকেও সমাধানসূত্র অধরা; আগামী বৈঠক ৫ ডিসেম্বর

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে কৃষকদের দ্বিতীয়বারের বৈঠকেও মিলল না কোন সমাধান সূত্র। ৫ ডিসেম্বর ফের বৈঠকে বসবে কেন্দ্র এবং আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলওয়ে বাণিজ্য ও খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পাঞ্জাবের সাংসদ ও বাণিজ্য রাজ্য মন্ত্রী সোমপ্রকাশ। বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন,”দু-তিনটি বিষয় নিয়ে কৃষকরা চিন্তিত। সরকার খোলা মনে আলোচনা করছে। আজ কৃষকদের সঙ্গে ভালো পরিবেশে কথোপকথন হয়েছে।”

তিনি আরো বলেন,”নতুন আইনের দ্বারা এপিএমসি শেষ হয়ে যাওয়া নিয়ে কৃষকরা চিন্তিত। ভারত সরকার এই বিষয়ের ওপর নজর দেবে যাতে এপিএমসির সশক্তিকরণ হয় এবং এর উপযোগিতা আরো বাড়ে।”

কৃষকদের সমস্যা প্রসঙ্গে নরেন্দ্র সিং তোমর আরো বলেন,”কৃষক ইউনিয়নের খড় সংক্রান্ত একটি অধ্যাদেশের বিষয় এবং বিদ্যুৎ আইন নিয়েও তাদের আশঙ্কা রয়েছে। এই বিষয়গুলির ওপরেও সরকার আলোচনা করার জন্য প্রস্তুত।” এর পাশাপাশি কৃষকদের মধ্যে এমএসপি নিয়ে তৈরি হওয়া আশঙ্কার কথাও বলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তিনি এ বিষয়ে ফের কৃষকদের উদ্দেশ্যে বলেন, এমএসপি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা কৃষকদের এই বিষয়ে আশ্বস্ত করব।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, আজ বৈঠকের চতুর্থ চরণ সমাপ্ত হল। পরশু দুপুর দুটোয় ইউনিয়নের সঙ্গে সরকারের আরো একবার সাক্ষাৎ হবে এবং আমরা একটি অন্তিম সিদ্ধান্তে পৌঁছাব।” পাশাপাশি কৃষকদের আন্দোলন সমাপ্ত করার আবেদন জানিয়ে নরেন্দ্র সিং তোমর আরো বলেন,”সরকার আলোচনা করছে এবং আলোচনার মাধ্যমে বিষয়গুলি নিশ্চিতভাবে একটি সমাধান সূত্রে পৌঁছে যাবে। তাই আমি কৃষকদের কাছে আবেদন করছি যাতে তারা নিজেদের আন্দোলন সমাপ্ত করেন, এর ফলে দিল্লির মানুষদের সেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে না যা তারা বিরোধ প্রদর্শনের কারণে সম্মুখীন হচ্ছেন।”

অপরদিকে, বৈঠকের পরে ভারতীয় কৃষক ইউনিয়নের প্রবক্তা রাকেশ টিকেত বলেন, সরকারি এমএসপির বিষয়ে সংকেত দিয়েছে। সরকার কৃষি বিলে সংশোধন চায়। আজ কথোপকথন কিছুটা আগে এগিয়েছে। আন্দোলন চলবে। ৫ ডিসেম্বর ফের বৈঠক হবে।

 

Related Articles

Back to top button
error: