ডিএন বাংলা ডেস্ক : ডিজেলচালিত বাস মালিকরা যাতে সিএনজি ইঞ্জিন ব্যবহার করতে পারেন, তারজন্য বাস পিছু ভর্তুকি দেওয়ার কথা ভাবছে রাজ্য। পাশাপাশি সিএনজি গ্যাস ভরার পরিকাঠামোও বাড়াবে সরকার।
রাজ্যে নিউটাউন ও গড়িয়া ছাড়া সিএনজি গ্যাস ভরার জায়গা নেই। এই পরিস্থিতিতে বাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন বাস মালিকরা। তাদের যুক্তি ডিজেলচালিত বাস সিএনজি করতে যে সময় লাগবে, তারমধ্যে ভাড়া না বাড়ালে বাস বন্ধ হয়ে যাবে। ১৭ নভেম্বর পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ফের বৈঠকে বসছেন বাস মালিকরা। সূত্রের খবর, ওই বৈঠকে ভাড়া বাড়ানোর পাশাপাশি বাসগুলিকে সিএনজিতে বদল করার জন্য সরকারের থেকে ভর্তুকির আবেদন রাখবেন মালিকরা।
অন্যদিকে সোমবার পরিবহণ দফতরের কর্তারা একটি বৈঠকে বসেন। সূত্রের খবর, ওই বৈঠকের স্থির হয়েছে বাস মালিকদের দুটি প্রস্তাব দেওয়া হবে। প্রথমত, বাস যাতে ডিজেল এবং সিএনজি দুটো দিয়েই চালানো যায় তার ব্যবস্থা করা। আর দ্বিতীয়ত, সিএনজি দিয়েই বাস চালানো। তবে পেট্রোপণ্যের যেভাবে দাম বাড়ছে তাতে অধিকাংশ বাস মালিক সিএনজি পরিষেবা নিতে আগ্রহী। কারণ সিএনজিতে কিলোমিটার পিছু ১০ টাকা খরচ কম। এই পরিস্থিতিতে ১৭ নভেম্বরের বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকে নজর রাজ্যবাসীর।