রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলেরই একটি শাখা সংগঠন হিসেবে কাজ করছে! : অধীর চৌধুরী

টিডিএন বাংলা ডেস্ক : প্রদেশ কংগ্রেসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্য নির্বাচন কমিশনের উপরে তাদের বিন্দুমাত্র আস্থা নেই। রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলেরই একটি শাখা সংগঠন হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি তিনি কলকাতায় পুরভোটে জালিয়াতি ও গা-জোয়ারির অভিযোগ তুলে রাজ্যের অন্যত্র বাকি পুরভোট বিচারবিভাগীয় তত্ত্বাবধানে করার দাবি করেছেন। তিনি বলেন, “আদালতে যেতে হতেই পারে। রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলেরই একটি শাখা সংগঠন হিসেবে কাজ করছে! কেন্দ্রীয় বাহিনীই চাই, বিজেপির মতো দাবি আমরা করছি না। আমাদের দাবি, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হোক বিচারবিভাগের তত্ত্বাবধানে। তার জন্য কী করণীয়, তারা ঠিক করুক।”

জালিয়াতি ও গা-জোয়ারির অভিযোগ তোলায় পরবর্তি পুরভোটে কংগ্রেস লড়াই করবে কিনা জানতে চাওয়া হলে অধীর চৌধুরী বলেন, “যা পরিস্থিতি, হয় ভোট বয়কট করতে হয়, নয়তো লড়তে হয়। কোথায় কী হবে, স্থানীয় নেতৃত্বের মতামতের উপরে নির্ভর করবে। তবে আমরা লড়তেই চাই।”

অন্যদিকে বিরোধীদের অভিযোগের উত্তরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিরোধীরা এত দিন কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা থেকে দিল্লি ছোটাছুটি করেছে। প্রত্যাখানের পরে তাতেও আস্থা হারিয়েছে। বুঝতে পারছে না, ওদের উপরে মানুষ আস্থা হারিয়েছেন। নিজেদের অবস্থার পরিবর্তন করতে চাইলে মানুষের পাশে থাকুক।’’