HighlightNewsরাজ্য

স্বাস্থ্যসাথী পরিষেবার বিল মেটায়নি রাজ্য! অভিযোগ জানিয়ে রাজ্যকে চিঠি বেসরকারি হাসপাতালগুলির

টিডিএন বাংলা ডেস্ক : মমতা সরকারের জামানায় চালু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্প বেশ ভালো জনপ্রিয়তা পেলেও প্রথম থেকেই পিছু ছাড়ছে না সমস্যা। প্রথম দিকে বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গে এই স্বাস্থ্য সাথী প্রকল্প যোগ করতে বেশ কয়েকদফা বৈঠকে বসতে হয়েছিল সরকারকে। তারপর জমা পড়েছে একের পর এক অভিযোগ। এবার বেসরকারি হাসপাতালগুলি অভিযোগ জানালো, স্বাস্থ্যসাথী কার্ডের ২০০ কোটি টাকা বকেয়া রয়েছে রাজ‍্যের কাছে যা এখনও মেটানো হয়নি। এই অবস্থায় নতুন করে আর স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি সম্ভব নয়। এই অভিযোগে স্বাস্থ্যভবনে চিঠি পাঠালো একাধিক বেসরকারি হাসপাতাল। যার ফলে চরম অস্বস্তিতে পড়েছে র জ‍্য সরকার।যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বেসরকারী হাসপাতালের তরফে অভিযোগ, স্বাস্থ্য সাথী প্রকল্পের খাতে দিনে দিনে বেড়েছে টাকার পরিমাণ। কিন্তু মোটা অঙ্কের টাকা মেটাচ্ছে না সরকার। অথচ সরকারের তরফ থেকে বলা হয়েছিল স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগীদের চিকিত্‍সার বিল জমা পড়লেই তার ২০ দিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। এমতাবস্থায় স্বাস্থ্য সাথীর পরিষেবা দিতে গিয়ে তাদের মূলধন নষ্ট হচ্ছে দিনে দিনে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগী ভর্তি নিয়ে ভাবছে তারাও। ভবিষ্যতে এই পরিষেবা দিতে পারবে কিনা সেই প্রসঙ্গে উদ্বেগ জানিয়েছে। এই অবস্থায় টাকা মেটানো না হলে এই কার্ড নেওয়া বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি বেসরকারি হাসপাতালগুলির। যদিও স্বাস্থ্যভবন সূত্রে খবর, ঠিক সময়ে হাসপাতালগুলির মিটিয়ে দেওয়া হচ্ছে। কোথাও কোনও বকেয়া নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দাবি স্বাস্থ্য ভবন সূত্রে।

Related Articles

Back to top button
error: