HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

আগামী কাল শুক্রবার প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল, ফলাফল জানবেন যেভাবে

টিডিএন বাংলা ডেস্ক: আগামী কাল ২৬ মে শুক্রবার দুপুর ২.৩০-এর সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ডের (ডব্লুবিজেইই)-এর তরফে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশিত হবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। এরপর বৈকাল ৪টা থেকে অনলাইনে বোর্ডের ওয়েবসাইট wbjeeb.nic.in-তে দেখা যাবে পরীক্ষার ফলাফল। একটি টুইট বার্তার মাধ্যমে সেই সংবাদ জানিয়ে ছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবেন পড়ুয়ারা। প্রসঙ্গত, এই বছর ৩০ এপ্রিল প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় বসে ছিলেন।

ফলাফল জানবেন যেভাবে

দুপুর ২.৩০ টা নাগাদ ফল প্রকাশের পর বৈকাল ৪টের সময় প্রথমে অনলাইনে বোর্ডের ওয়েবসাইট wbjeeb.nic.in লিখে সার্চ করতে হবে। এরপর যে সমস্ত তথ্য চাওয়া হবে তা পূরণ করে লগ ইন করতে হবে। এরপরই আপনার সামনে স্ক্রিনে ভেসে উঠবে আপনার ফলাফল। পরীক্ষার্থীরা সেই র‌্যাঙ্ক কার্ড প্রয়োজনে ডাউনলোডও করতে পারবেন।

Related Articles

Back to top button
error: