HighlightNewsরাজ্য

রাজ্যে ঠাণ্ডার আমেজ ক্ষণিকের

টিডিয়েন বাংলা ডেস্ক : নিম্নচাপের প্রভাব কাটতেই দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ। রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। তবে আবহাওয়ার এই পরিবর্তন খুব সামরিক। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শেষে নতুন করে দক্ষিণ-পূর্বের আদ্র বাতাসের দক্ষিণবঙ্গে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এরফলে তাপমাত্রা বাড়তে পারে। আগামী কদিন কলকাতার তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যাবে।

দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও তাপমাত্রার পারদ নামবে। তবে শুক্রবার জোড়া নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে শীত বাধা পাবে। রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Related Articles

Back to top button
error: