HighlightNewsরাজ্য

ফের কলকাতা শহর থেকে পাঁচ কোটি মূল্যের হেরোইন-সহ নগদ টাকা উদ্ধার করল রাজ্য পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: ফের শহর থেকে মাদক বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৫ কোটি টাকা। সঙ্গে উদ্ধার হয়েছে নগদ এক লক্ষ সত্তর হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রবি রায় নামে এক মাদক পাচারকারীকে। সে হুগলির উত্তরপাড়ায় বাসিন্দা।

এসটিএফ সূত্রের খবর, গোপন সূত্রে খবর আসে যে, একজন মাদক পাচারকারী মাদকদ্রব্য নিয়ে বিটি রোড হয়ে শহরে প্রবেশ করবে। সোর্সের দেওয়া তথ্য মতো মঙ্গলবার রাতে গোয়েন্দাদের একটি দল সিঁথি থানার বিটি রোড এবং সাউথ সিঁথির সংযোগস্থলে অপেক্ষা করতে থাকে। সোর্স মারফত হলুদ রঙের টি-শার্ট পরিহিত মাদক পাচারকারীকে শনাক্ত ও আটক করে গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে ১ কেজি ১১ গ্রাম হেরোইন-সহ এক নগদ লক্ষ সত্তর হাজার টাকা পাওয়া যায়।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি অন্যের কথা মতো নির্দিষ্ট স্থানে মাদক পৌঁছে দেওয়ার কাজ করত। উত্তর-পূর্ব ভারত থেকে আনা ওইসব মাদক এভাবেই পৌঁছে যেত শহরের বিভিন্ন জায়গায়। এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে, চক্রটি কিভাবে কাজ করছে সে বিষয়ে জানতে খোঁজখবর শুরু করেছে পুলিশ। কিছুদিন আগেই কলকাতা বন্দর থেকে কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর কয়েকদিনের মধ্যে শহরে আবার মাদক উদ্ধারের ঘটনা ঘটল। বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ মাদক আদালত ধৃতকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Related Articles

Back to top button
error: