টিডিএন বাংলা ডেস্ক: ভোটের আগেই আরো প্রায় সাড়ে দশ হাজার পুলিশ নিয়োগ করবে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নিয়োগের পাশাপাশি, রাজ্য পুলিশে ১১ নতুন পুলিশ মহকুমা ও সার্কেল গঠনের সিদ্ধান্তের কথাও জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, কনস্টেবল পদে ৯ হাজার ২৮২ ও সাব ইনস্পেক্টর পদে ১ হাজার ৮০ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে ১০ হাজার ৩৭০ জন। আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে।