টিডিএন বাংলা ডেস্ক: সরকারী অফিস আদালত থেকে শুরু করে করপোরেশনে
আগামী ছয়মাস ডাকা যাবে না কোনোরকম ধর্মঘট। এসেনশিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট জারি করে এমনটাই ফরমান দিলো উত্তরপ্রদেশ সরকার। ২০২১ সালের মে মাস পর্যন্ত জারি থাকবে এই নিয়ম। শুধু আইন জড়িয়ে নয়, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত লখনউয়ে ১৪৪ ধারাও জারি করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, ২৬ নভেম্বর দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের সমর্থন করেছিল ইউপির একাধিক শ্রমিক সংগঠন। কিন্তু পরবর্তীতে আর যেন কোমরকম ধর্মঘটের মতো কোনো ঘটনা না ঘটে তার জন্যই রাজ্যে এএসএমএ জারি করে যোগী আদিত্যনাথ সরকার।নতুন আইনের ফলে কোনও সরকারি অফিস এবং কর্পোরেশনে ধর্মঘট ডাকা যাবে না। নিয়ম ভাঙলে এক বছরের জেল কিংবা ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।