টিডিএন বাংলা ডেস্ক: একশোয় একশো নয়, একশোয় ১৫৫ পেয়ে তাক লাগিয়ে দিলেন বিহারের এক পড়ুয়া। রেজাল্ট হাতে পাওয়ার পর শুধু ওই ছাত্রেরই নয়, চক্ষু চড়কগাছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও। এই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গের বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র তাঁর অনার্স সাবজেক্টে ৮০০ তে ৮৬৮ পেয়েছেন। যার ফলে তিনি পাশ করেছেন ১০৮.৫ শতাংশ নম্বর পেয়ে। এহেন আজব ঘটনার কথা প্রকাশ্যে আসতে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত বিহারের তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম ছিল এই মুঙ্গের বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের এহেন মার্কশিট ঘিরে স্বাভাবিক ভাবেই বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার জন্য পরীক্ষার নিয়ামক রামাশিস পূর্বকে শোকজ করা হয়েছে। এই ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামা রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রযুক্তিগত সমস্যার কারণেই এমনটা ঘটেছে।
যদিও প্রশ্ন উঠছে, পরীক্ষার ফল প্রকাশের সময় উপাচার্য, সহ উপাচার্য, পরীক্ষার নিয়ামকের সম্মতির পরেই তা প্রকাশ্যে আনা হয়। তা সত্ত্বেও কিভাবে এধরণের ভুল হয়?
এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তাঁরা জানান,” আগামী দিনে পরীক্ষার ফলাফল প্রকাশের সময় আরো সতর্ক থাকতে হবে।”