HighlightNewsআন্তর্জাতিকদেশ

ইউক্রেন পুলিশের বিরুদ্ধে ভারতীয়দের গুলি, লাথি মারার ও ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

টিডিএন বাংলা ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। এমতাবস্থায় যে কোনো মূল্যে ভারতীয়দের সেখান থেকে উদ্ধারের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। মালয়ালি ছাত্রী অ্যাঞ্জেল একটি ভিডিও বার্তায় বলেন, ‘ইউক্রেনের সৈন্যরা ভারতীয় ছাত্রদের পড়ে যাওয়ারও পরোয়া করেনি। ক্রমাগত লাথি ও ঘুসি চালিয়ে গিয়েছে। এটি খুবই খারাপ, ইউক্রেন সরকার বা সামরিক বাহিনীর বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। আমরা এভাবে সাহায্য আশা করি না।’ তিনি আরও দাবি করেন, তাঁকে এবং তাঁর বন্ধুকে ধাক্কা দিয়ে মারধর করা হয়েছে। পুলিশ ছাত্রদের গাড়ি চালিয়ে ধাক্কা দিচ্ছে। ভিড়ের মধ্যে তাদের উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেছে।

অপর এক ভারতীয় শিক্ষার্থী মানসী চৌধুরী বলেন, ‘তিন দিন ধরে লাইনে দাঁড়িয়েও বিমানের টিকিট মেলেনি। ইউক্রেনের সেনারা পোল্যান্ডে যেতে দিচ্ছে না। চুলের মুঠি ধরে লাইন থেকে বের করে লাথি মারছে। অনেক ছাত্রছাত্রী জখম হয়েছে। এখানে আমাদের কথা শোনার মতো কেউ নেই।’ আর এক ভারতীয় ছাত্রী দীক্ষা পাণ্ডে বলেন, ‘যদি সীমান্ত পেরোতে না দেওয়া হয়, পোল্যান্ড হয়ে আমাদের উদ্ধারের কোনও পরিকল্পনাই না করা হয়, তাহলে ভারতীয় দূতাবাস কী করছে? উদ্ধার করা হবে বলে আশ্বাস দিয়েছিল কেন?’

অন্যদিকে রাহুল গান্ধি এক ট্যুইট মারফত বলেন, ‘বাঙ্কারে ভারতীয় ছাত্রদের এই ছবি উদ্বেগজনক। আমি তাঁদের উদ্বিগ্ন পরিবারের সদস্যদের পাশে আছে। ছাত্র-ছাত্রীদের পরিবারদের এই ভিডিও না দেখাই ভাল। পাশাপাশি আমি ভারত সরকারকে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ কার্যকর করার জন্য আবেদন জানাচ্ছি। আমরা আমাদের নিজেদের মানুষদের এভাবে ফেলে রাখতে পারি না।’

Related Articles

Back to top button
error: