জলমগ্ন রাস্তা, বিকল্প পথে যেতে গিয়েই বিপত্তি, ফারাক্কায় তলিয়ে গেলেন ঠিকা শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা: ঝাড়খণ্ডে প্রবল বর্ষনের ফলে পাহাড়ি জলের তোড়ে ফের জলের তলায় ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা। বিকল্প হিসাবে এনটিপিসির অ্যাসপন্ড লোহার ব্রিজ রাস্তা ব্যবহার করে কর্মস্থানে যাওয়ার পথে ব্রিজ থেকে পড়ে গিয়ে জলে তলিয়ে গেলেন ফরাক্কা এনটিপিসির এক ঠিকা শ্রমিক। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে তলিয়ে যাওয়া ওই শ্রমিকের নাম প্রভু সিং। বয়স ৫১ বছর। তার বাড়ি নিশিন্দ্রা গ্রামেই। ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের ফলে পাহাড়ি জলের তোড়ে কার্যত জলের নীচে চলে যায় ফরাক্কা নিশিন্দ্রা কাটানের রাস্তা। ফলে বিকল্প রাস্তা হিসেবে স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছেন। আর তাতেই ঘটলো বিপত্তি। রাস্তা পারাপারের সময় জলে পরে যায় এনটিপিসির ঠিকা শ্রমিক প্রভু সিং। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ। নিখোঁজ শ্রমিকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। উল্লেখ্য যে, প্রবল বর্ষণে এমনিতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনো জলের নিচে আছে বিভিন্ন এলাকা। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ঝাড়খন্ডের প্রবল বর্ষণের ফলে পাহাড়ি জলে তলিয়ে গেছে ফারাক্কা নিশিন্দ্রা কাটানোর রাস্তা। যার জেরে এই দুর্ঘটনা।