HighlightNewsদেশ

লখিমপুরকাণ্ডে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিমকোর্ট, সোমবার পর্যন্ত দিল সময়

টিডিএন বাংলা ডেস্ক : লখিমপুরকাণ্ডে রাজ্যের ভূমিকায় ফের ক্ষুব্ধ সুপ্রিমকোর্ট। তদন্তে তদারকির জন্য অবসরপ্রাপ্ত দুই বিচারপতির নিয়োগেও যোগী সরকারের ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে বলে জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চ আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছে দুই বিচারপতি নিয়োগে। এরমধ্যে যোগী সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।

৮ নভেম্বর লখিমপুরকাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। তাই হাইকোর্টের অবসরপ্রাপ্ত দুই বিচারপতিকে নিয়োগের পরামর্শ দিয়েছিল আদালত। আদালত দুই বিচারপতির নাম প্রস্তাব করে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি রঞ্জিত সিং এবং রাকেশ কুমার জৈনকে নিয়োগের কথা বলে। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পর চারদিন পেরিয়ে গেছে। তারপরও যোগী সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে দুজন বিচারপতির কাউকে নিয়োগ করতে আগ্রহ দেখায়নি।

এদিন মামলার শুনানিতে ফের অসন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। উত্তরপ্রদেশ সরকারের হয়ে সওয়াল করেছিলেন সিনিয়র আইনজীবী হরিশ সালভে। তিনি সোমবার পর্যন্ত এ ব্যাপারে সময় চেয়ে নেন। সেই আর্জি মেনে নিয়েছেন বিচারপতিরা। ফলে সোমবার মামলার পরবর্তী শুনানি।

Related Articles

Back to top button
error: