টিডিএন বাংলা ডেস্ক : ফোনে আড়ি পাতা তথা পেগাসাস কাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য এবার তিন সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। সদস্যদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি আর রবীন্দ্রন ও দুই সাইবার বিশেষজ্ঞকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নজরদারিতেই কাজ করবে এই কমিটি৷ রায় দানের সময় একই সঙ্গে কেন্দ্রের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করবে বলে ইঙ্গিত দিয়েছিল আগেই৷ সেই মতোই আজ ৩ সদস্যের কমিটি গঠন করেন প্রধান বিচারপতির বেঞ্চ৷ ৮ সপ্তাহ পর শুনানির দিন ধার্য করা হয়েছে৷ এদিন রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামন বলেন, ‘কেন্দ্রকে জবাব দিতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া সত্ত্বেও কেন্দ্র কোনও জবাব দেয়নি।’
পাশাপাশি তিনি ব্যক্তি-গোপনীয়তার অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ নিয়েও মন্তব্য করেন৷ প্রধান বিচারপতি বলেন, শুধু সাংবাদিক নয়, প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষা গুরুত্বপূর্ণ। বেশ কয়েকজন আবেদনকারীর ফোনে সরাসরি আড়ি পাতা হয়েছে৷ তাঁরা পেগাসাসের শিকার। এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকাটা কেন্দ্রের গুরুদায়িত্ব৷ জর্জ অরওয়েলের উক্তি তুলে তাঁর মন্তব্য, ‘গোপন রাখতে চাইলে নিজেদের থেকেও গোপন রাখা উচিত’৷
এই ভাবে নজরদারি চলেল বাক স্বাধীনতা লঙ্ঘিত হবে৷ তিনি আরও বলেন, জঙ্গি হানা বা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে আড়ি পাতা যেতে পারে৷ তার জন্য যথাযথ নিয়ম রয়েছে৷ তা বলে যে কোনও ক্ষেত্রে জাতীয় সুরক্ষার কারণ দর্শিয়ে কেন্দ্র বা রাজ্য কোনও সরকারই যে কারও ফোন হ্যাক করতে পারে না৷ পাশাপাশি সলিসিটার জেনারেল তুষার মেহতে আজ আদালতের সামনে যে যুক্তিগুলি রেখেছিলেন তাতেও সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট৷ এদিন সলিসিটার জেনারেল আদালতকে জানান, কেন্দ্রীয় সরকার এই মামলার তদন্তে একটি কমিটি গঠন করবে৷ কিন্তু তাঁর আবেদন নাকোচ করে দেন প্রধান বিচারপতি৷ বদলে সুপ্রিম কোর্ট নিজে কমিটি গঠন করে৷
উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে উত্তাল হয়েছিল গোটা দেশ। পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল। এই নিয়ে বাদল অধিবেশনে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা। খোদ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে। এই মামলার প্রথম শুনানি হয় অগাস্ট মাসে। সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে কেন্দ্র জানিয়েছিল, মিডিয়া রিপোর্টের উপর নির্ভর করেই পেগাসাস নিয়ে মন্তব্য করা হচ্ছে। এবার পেগাসাস কাণ্ডে তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টদের ফোনে আড়ি পাতার ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছিল এডিটর্স গিল্ড। এছাড়াও পেগাসাস ইস্যুতে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আরও বেশ কয়েকটি পিটিশন দাখিল হয়েছিল। সব মিলিয়ে ১২টি পিটিশন জমা পড়ে। সংসদের বাদল অধিবেশনজুড়ে পেগাসাস বিতর্ক ছিল শিরোনামে। বিরোধী নেতাদের দেখা গিয়েছে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে। তাই বহুবারই অধিবেশন মুলতুবি করতে হয় স্পিকার কিংবা চেয়ারম্যানকে। এমনকী, নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগেই শেষ করে দেওয়া হয়েছিল অধিবেশন। বিরোধীদের দাবি ছিল, ফোনে আড়িপাতা কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্ত করতে হবে।