মহম্মদ জুবায়েরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: হিন্দু সাধুদের ‘ঘৃণার দালাল’ বলার মামলায় ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জেকে মহেশ্বরীর বেঞ্চ এই শর্তে জুবায়েরকে ৫ দিনের স্বস্তি দিয়েছে যে, তিনি দিল্লি ছাড়বেন না এবং আর কোনও টুইট করবেন না। জুবায়েরের আবেদনে উত্তরপ্রদেশ পুলিশকেও নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে ২০১৮ সালের একটি টুইটের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ।