টিডিএন বাংলা ডেস্ক : জনপ্রিয় কমেডিয়ান ফজল মহম্মদকে খুনের দায় স্বীকার করল তালিবান। তাদের দাবি, কমেডিয়ান নয়। তারা একজন পুলিশ অফিসারকে খুন করেছে।
কৌতুকশিল্পী ফজল মহম্মদকে তারা খুন করেনি। প্রথমে এমন দাবিই বুক ফুলিয়ে করছিল তালিবান। কিন্তু এবার তাদের নতুন দাবি। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, “ফজল কমেডিয়ান ছিলনা। ও আমাদের বিরুদ্ধে বেশ কিছু যুদ্ধ লড়েছে। পালাতে চেষ্টা করলে আমরা ওকে আটক করি। তখনই আমাদের লোক ওর ওপর গুলি চালায়। ফজল একজন পুলিশকর্মী। সে অনেকের মৃত্যুর জন্য দায়ী।” পুলিশ কমান্ডার সাইলাব দাবি করেন, ফজল কান্দাহারে পোস্টেড ছিলেন ঠিক কথা। কিন্তু তিনি কখনই ফোর্সের অংশ ছিলেন না। বরং পুলিশ চেক পয়েন্টে অফিসারদের মনোরঞ্জন করাই ছিল তার কাজ। এমন একজনকে কেন খুন করল তালিবান, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, ওই কৌতুক শিল্পীকে হাত পা বেঁধে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে ক্রমাগত চড় মারা হচ্ছে। তারপর দেখা যায়, গাছে টাঙিয়ে গুলি করে খুন করা হচ্ছে ফজলকে। ভিডিও ভাইরাল হতেই অভিযোগের তীর ওঠে তালিবানদের দিকে। হাসি-ঠাট্টার মত বিনোদনকে ইসলাম বিরোধী বলে মনে করা তালিবানই ফজলকে মেরেছে। এই অভিযোগে সরব হয় আন্তর্জাতিক মঞ্চও।
উল্লেখ্য, এর আগে ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর খুনের অভিযোগ প্রথমে অস্বীকার করেছিল তালিবান। কিন্তু মার্কিন একটি রিপোর্ট অনুযায়ী, দানিশের সাংবাদিক পরিচয় জানতে পেরে তাকে খুন করে তারা।