টিডিএন বাংলা ডেস্ক : মহারাষ্ট্রের পর দিল্লিতে ধরা পড়েছে করোনার নতুন স্ট্রেন। এই নিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের ধারাভিতে দু’দিনের লকডাউনের সিদ্ধান্ত নিল উদ্ধব সরকার। বড় সিদ্ধান্ত নিল পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষও।
বিন্দুমাত্র অসাবধানতা। ঢুকে পড়বে ওমিক্রন। সামনেই বড়দিন। তারপরেই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। বছরের এই বিশেষ দিন গুলিতে ধর্মীয় স্থানে ভিড় জমান ভক্তরা। কিন্তু এই পরিস্থিতিতে ভিড় ডেকে আনতে পারে ভারী বিপদ। সাবধানের মার নেই। তাই পুরীর মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। ওই ৩ দিন ভক্তরা মন্দিরে ঢুকতে পারবেন না।
গত বছরের মার্চ মাসে দেশের অন্যান্য ধর্মীয় স্থানের মতো বন্ধ করা হয় পুরীর জগন্নাথ মন্দির। ধীরে ধীরে আনলক পর্ব শুরু হতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এমনকী করোনার জন্য পুরীর বিখ্যাত রথযাত্রায় জমায়েত নিষিদ্ধ করা হয়। শীত পড়তেই অনেকেই পুরী বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে, এই বড় সিদ্ধান্ত নিল জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।