সিভিল কোর্টের নির্দেশ না মানার প্রবণতা ঔদ্ধত্বপূর্ণ, ক্ষোভ প্রকাশ হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: এই রাজ্যে পুলিশের মধ্যে দিন দিন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সিভিল কোর্ট বা নিম্ন আদালতের নির্দেশ না মানার প্রবণতা। এই প্রবনতা চরম ক্ষতিকর ও ঔদ্ধত্বপূর্ণ বলে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দেন এই ঔদ্ধত্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে আদালত। আজ মঙ্গলবার এক মামলা প্রসঙ্গে রাজ্য পুলিশের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট। একটি লিখিত পর্যবেক্ষণে বিচারপতি বলেন, পুলিশের এই নির্দেশ না মানার মতো প্রবণতা বিচার দেওয়ার ক্ষেত্রে অন্যতম বড় বাধা।

এছাড়াও বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশিকা জারি করে প্রত্যেক জেলার পুলিশ সুপারকে এই বিষয়ে সতর্ক করতে নির্দেশ দেন। কোনও থানা যদি সিভিল কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে তবে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশেষ করে ক্যানিং থানা বিরুদ্ধে সিভিল কোর্টের নির্দেশ না মানার অভিযোগ ক্ষতিয়ে দেখে সংশ্লিষ্ট থানার আইসির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সুপারকে।

এদিন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বিভিন্ন জেলার থানার বিরুদ্ধে প্রতিদিন একই ধরনের অভিযোগ আসছে। নিম্ন আদালতের নির্দেশ মানার কোনও ইচ্ছা পুলিশের নেই। কি হচ্ছে এটা? ছেলে খেলা চলছে? প্রতি তিনটি মামলাযর একটিতে পুলিশের বিরুদ্ধে নির্দেশ না মানার অভিযোগ। দিনের পর দিন এই ভাবে চলবে! এটা বিচার দেওয়ার পথে অন্তরায়।”